বিশ্বকাপ ফুটবল উম্মাদনায় হাওরাঞ্চল মুখরিত

0
331

মো:অাখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দূর্গম হাওরাঞ্চলে রাশিয়া বিশ্বকাপ ফুটবল উম্মাদনায় মুখরিত হয়ে উঠেছে।

উপজেলার প্রতিটি গ্রামে,হাট-বাজারে,ক্লাব,অফিস,অাদালতে,বসত বাড়ীতে গ্রামের বা বাজারে চা ষ্টলে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন সাধারন মানুষ।খেলা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।কার ভাগ্য জুটবে এবারের বিশ্বকাপ।সমান তালে চলছে পক্ষে বিপক্ষে মূখরোচক অালোচনা।

সব বয়সের অবাল বৃদ্ধা বণিতা কৃষক কৃষাণি সহ সব শ্রেণী পেশার মানুষ চলতি বিশ্বকাপ কে ঘিরে উৎসাহ উদ্দীপণায় দিন কাটাচ্ছেন।ফুটবল ভক্তরা প্রিয় দলের পক্ষে বিভিন্ন প্লেকার্ট,ব্যানার,ফেষ্টুন পতাকা টাঙ্গিয়ে সমর্থন জানান দিচ্ছেন।অনেকেই আবার প্রিয় দলের খেলোয়ারদের জার্সি গায়ে দিয়ে নিজের সমর্থন প্রকাশ করছেন।দলকে এগিয়ে নেওয়ার জন্য সমর্থন ও দোয়া চাইছেন।

বাংলাদেশে নির্বাচন কালীন সময়ে যেভাবে সাধারন মানুষের মধ্যে এক ধরনের টান টান উত্তেজনা সৃষ্টি হয়, ঠিক তেমনি এবারের বিশ্বকাপে ব্রাজিল ও অার্জেন্টিনা সমর্থক বেশী থাকায় এক ধরনের টান বা উত্তেজনা লক্ষ্য করা যায়।

ফেইস বুক টুইটারেও চলছে সাইভার যুদ্ধ।দেশের বিভিন্ন অঞ্চলে এই দু’দলের সমর্থক দের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেলেও জামালগঞ্জে এখনও সম্প্রীতির সাথে খেলা গুলো উপভোগ করছেন ফুটবল ভক্তরা।

উপজেলার সাচনা,জামালগঞ্জ সহ প্রতিটি হাট-বাজারে বিভিন্ন দলের ব্যানার পেষ্টুন প্লেকার্ট শোভা পাচ্ছে।গ্রামের বাড়ীতে,উচুগাছে,নৌকায়,গাড়ীতে টাঙ্গানু হয়েছে বিভিন্ন দলের পতাকা।দূর্গম হাওর এলাকায় গ্রামের সবাই একত্রিত হয়ে আদিম যুগের সাদা-কালো টিভি তেই খেলা দেখছেন।গ্রামে বিদ্যূৎ সুবিধা না থাকায় অনেকেই বাধ্য হয়ে বিটিভির প্রচারিত খেলা দেখে বিশ্বকাপ উম্মাদনায় শরীক হয়েছেন।

বিদ্যুৎ আওতাভুক্ত গ্রামে বা হাট-বাজারে বড় পর্দায় ও রঙ্গীন টিভিতে সবাই জরো হয়ে বিশ্বকাপ ফুটবল খেলার অানন্দ উপভোগ করছেন।বলাচলে দেশের প্রতিটি উপজেলার মত হাওর এলাকা জামালগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলার উৎসাহ উম্মাদনার কোন কমতি নেই।

তবে সমান সুযোগ সুবিধা না থাকায় ও যাতায়াতের অসুবিধার দরুন সবার পক্ষে সবগুলো দলের খেলা দেখা সম্বভ হয়ে উঠে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here