বিশ্বকাপে বাংলাদেশ শক্তিশালী দলঃ আয়ারল্যান্ড অধিনায়ক

0
265

খবর৭১ঃ আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে শক্তিশালী দল বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড।

তিনি বলেন, ‘পুরো (ত্রিদেশীয়) সিরিজ জুড়েই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। বিশ্বকাপে তারা বেশ শক্তিশালী দল হিসেবেই যাবে।’

বুধবার ( ১৫ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আইরিশ অধিনায়ক বলেন, ‘ব্যাট হাতে ক্রিজে সময় কাটানোটা দারুণ ছিল। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয়েছে তাই আমি হতাশ।’ এদিন তিনি ১০৬ বলে ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার এই ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কার মার রয়েছে।

গতকাল বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্বাগতিকরা। এখন তারা আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে।

বিশ্বকাপ খেলতে যাওয়া আফগানিস্তানের শক্তিমত্তা সম্পর্কে ধারণা আছে জানিয়ে আয়ারল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা আফগানিস্তানের সঙ্গে প্রতি মৌসুমেই খেলি। তাই আমরা জানি তাদের কাছ থেকে কেমন ক্রিকেট দেখতে হতে পারে।’

বুধবার আয়ারল্যান্ডের দেয়া ২৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ের ম্যাচে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন দাস। এছাড়া ৫৭ ও ৫০ রান করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তার আগে বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন আবু জায়েদ রাহী। সিরিজে দুই দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। মূল খেলায় টানা তিন জয় নিয়ে শুক্রবার ( ১৭ মে) ক্যারিবীয়দের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here