বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্য সেমিফাইনাল

0
361

খবর ৭১: বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্য সেমিফাইনাল। বিশ্বকাপ ও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ ও দলের প্রধান কোচ মিকি আর্থার সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। গণমাধ্যমের উপস্থিতিতে বিশ্বকাপ নিয়ে দলের লক্ষ্য-উদ্দেশ্য ও স্বপ্নের কথা তুলে ধরলেন গুরু-শীর্ষ।

সংবাদ সম্মেলনে মিকি আর্থার বিশ্বকাপে দলের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো, টুর্নামেন্টের শেষ চারে কোয়ালিফাই করা। পাকিস্তান ভারসাম্যপূর্ণ একটি দল। আমরা ক্রিকেটের বড় আসরে ভালো ফর্ম করে সেটি দেখাবো।’

মিকি বলেন, ‘আমরা শেষ দুই বছর বিশ্বকাপের দল গঠন করার জন্য অনেক পরিশ্রম করছি। আমাদের দল বোলিং-ব্যাটিং দুই ফরম্যাটেই অনেক শক্তিশালী।’

সম্প্রতি শাদাব খানের ভাইরাসজনিত অসুস্থতায় ইয়াসির শাহকে ইংল্যান্ড সিরিজের জন্য দলে যোগকরা প্রসঙ্গে কোচ বলেন, ‘ইংল্যান্ড সিরিজের জন্য দলে ভালো একজন অভিজ্ঞ স্পিনার প্রয়োজন। সাদাবের অনুপস্থিতিতে ইয়াসির শাহ গুড অপশন।’ তিনি আরো বলেন, ‘শাদাবকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়নি, সুস্থ হলে সে ফিরে আসবে দলে।’

পাকিস্তানি এই কোচ ফাস্ট বোলার আমিরকে দলে নেয়ার ব্যাপারে বলেন, ‘আমিরকে দলে নেয়া হবে কি-না তা নির্ভর করছে ইংল্যান্ড সিরিজে পারফরম্যান্সের ওপর। যদি ভালো ফর্ম করতে পারে তাহলে আমিরের সুযোগ রয়েছে।’ মিকি দলের তরুণ পেসার হাসনাইন প্রসঙ্গে বলেন, ‘হাসনাইনকে সব ম্যাচ খেলানো হবে না। কমশক্তির দলের বিপক্ষে তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে।’

ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আর্থার বলেন, ‘ব্যাটসম্যানরা স্ট্রাইক রেট বাড়ানোর জন্য কাজ করছে। দলে বাবার আজমের মতো সেরা একজন ব্যাটসম্যান রয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের টিম বিশ্বকাপে ভালো কিছু করবে।’

কোচ আরো বলেন, ‘দলে রয়েছে দুই অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের মতো ব্যটসম্যান। তাদের অভিজ্ঞতা ইংল্যান্ডে তারা কাজে লাগাবে।’

উল্লেখ্য, ২৩ এপ্রিল পাকিস্তান ৮৩ দিনের জন্য ইংল্যান্ড সফরের উদ্দেশে দেশত্যাগ করবে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওডিআই ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ শেষে ৩১ মে ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশনে শুরু করবে পাকিস্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here