বিরামপুর আনন্দ ঘোর পরিবেশে চলছে ধান কাটার উৎসব

0
459

মোঃ আবু সাঈদ, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ আসন্য শিতের শুষক অনুকুল আবওহায় শিতকে উপেক্ষা করে দিনাজপুরর বিরামপুর উপজেলার প্রতিটি এলাকায় এক যোগে চলছে আমন ধান কাটা মাড়ায়ের মহা উৎসাব। অন্যদিকে গ্রামে চলছে নবান্য আর রাস্তার মোড়ে বাজারের ফুটপাতে ভাবা পিঠা, চিতাই পিঠার নবান্য আযোজন।
সরেজমিনে উপজেলার দওলাপাড়া, রতনপুর, বেপারি টোলা, দেবরপাড়া, আয়ড়া, দেশমা, দাউদপুর, পলিপ্রায়গপুর মাঠে ঘুরে দেখা যায় সোনার বাংলাদেশের সোনারী রংয়ের আমন ধান ঘরে তুলতে কৃষকেরা এক যোগে আনন্দ মহন পরিবেশে তারা ধান কাটছে।
অপোর দিকে ঐ এলাকা গুলুতে বিভিন্ন রাস্তার মোড়ে চলছে হরেক রকমের ভাবা পিঠা, চিতাই পিঠা, বানানর উৎসব এমন কি হাট বাজার গুলুর ফুটপাতেও চরছে এতে করে বর্তমানে এলাকায় মানুষের মাঝে নেমে এসেছে আনন্দ ঘোর পরিবেশ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here