বিরামপুরে পরিচ্ছন্নতা দিবস পালিত

0
2230

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ময়লা আবরজনা নাই, এমন একটা দেশ চাই এই স্লোগানে সারদেশের ন্যায় বিরামপুরে সেতুবন্ধনের উদ্যোগে পালিত হলো দেশটাকে পরিষ্কার দিবস-২০১৮ পালিত হয়েছে।
১৫ সেপ্টম্বর সকাল ১১ টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক সহিদুল ইসলাম, সাংবাদিক মশিহুর রহমান, রায়হান কবীর চপল, মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা’র যুগ্ন সম্পাদক জাকিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে বিরামপুর আদর্শ হাইস্কুল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের মাঝে দিবসটির পর্যালোচনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তাদেরকে নিয়ে কিছু সময় স্কুল প্রাঙ্গনে পরিষ্কার অভিযান চালানো হয়। শিক্ষার্থীদের পরিচ্ছন্ন দেশ গড়ার অঙ্গিকারে তাদেরকে অনুপ্রাণিত করতে তাদের সাথে যোগ দেন আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমানও। কলেজিয়েট স্কুলে ছিলেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান, এবং পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আরমান আলী, শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন।
দেশটাকে পরিস্কার করি দিবসে সেতুবন্ধনের এমন উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্ট জনেরা। সমাজের পরিবর্তনে স্বেচ্ছাসেবার মাধ্যমে সেতুবন্ধনের কার্যক্রম আরো বেগবান হবে বলে মনে করেন তারা। দিবসটির কার্যক্রম পরিচালনায় ছিলেন, সেতুবন্ধনের আহবায়ক সামিউল আলম, সদস্য আব্দুর রাজ্জাক, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here