বিরামপুরে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে দুইজনের কারাদন্ড

0
252

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদী থেকে শ্যালো মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তলন করার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেশিন পাইব সহ দুই জন বালু দস্যুকে আটক করে কারাদ- দিয়েছে।
জানাযায়, উপজেলার শাখা যমুনা নদীর চর কেটে বালু উত্তলন করার শর্ত নিয়ে ইজারাদারগণ চারটি স্থান ইজারা নেন। কিন্তু সম্প্রতি শর্ত ভংগ করে তারা বেলচার বদলে শ্যালো মেশিন ও ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু তুলে বিক্রি করছে। এমন অভিযোগ পেয়ে বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) নাজমুন নাহার রবিবার ও সোমবার বিকেলে অবৈধ বালু উত্তোলনের স্থানে অভিযান চালায়।
অভিযানে প্রস্তমপুর বালুমহাল থেকে চাঁদপুর গ্রামের নূরুল ইসলাম (৬০) ও প্রস্তমপুর গ্রামের রিপন (৩৪) কে আটক এবং দু’টি শ্যালো মেশিন ও ১৬ টি পাইপ জব্দ করেন।
ভ্রাম্যমান আদালত আটক কৃত ব্যক্তিদের, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক করে সাত দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here