বিমান ছিনতাইকারী পলাশের লাশ নিতে চায় না তার পরিবার

0
399

খবর৭১ঃ বিমান ছিনতাইয়ের চেষ্টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে যৌথ বাহিনীর কমান্ডো হামলায় নিহত যুবক পলাশ (২৪) এর লাশ নিতে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোন স্বজন চট্টগ্রাম আসেনি।

বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পড়ে রয়েছে।

জানা গেছে, নিহত পলাশ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পিআর জাহানের ছেলে পলাশ।

এ ব্যাপারে সিএমপির পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আমরা তার অভিভাবকের জন্য অপেক্ষা করছি। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘লাশ নিতে কেউ এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি। তিনি বলেন আমরা আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করবো। কেউ লাশ না নিলে আঞ্জুমানে মফিদুল ইসলামকে লাশ দাফনের জন্য দেয়া হবে।’

এদিকে নিহত যুবক পলাশের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তার পরিবার। সোমবার দুপুরে পলাশের বাবা পিয়ার সরদার সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘পলাশ আমার একমাত্র ছেলে। আমার তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে জান্নাত নামে চার বছরের এক মেয়ে আছে। সে পরিবারের অবাধ্য সন্তান ছিল। তাই তার লাশ আমরা গ্রহণ করতে চাই না।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here