বিমানে নাটকীয় প্রতিবাদে আফগান অভিবাসীকে রক্ষা করলেন সুইডিশ তরুণী

0
280

খবর৭১ঃ সুইডেন থেকে এক আফগান আশ্রয়প্রার্থীকে তাড়িয়ে দিতে বিমানে উঠালে মাত্র একজন শিক্ষার্থী প্রতিবাদ করে তা রুখে দিয়েছেন।

৫২ বছর বয়সী আফগান অভিবাসীকে বিমান থেকে নামিয়ে না দিলে বসবেন না বলে প্রতিবাদ শুরু করেন এলিন এরসন নামের ওই শিক্ষার্থী।

নিজের ফেসবুক পেজে ওই নারী শিক্ষার্থী লিখেছেন- তিনি গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

গুটেনবার্গ থেকে তুরস্ক যেতে তিনি একটি টিকিট কেনেন। তখন তারা দেখতে পান, একই বিমানে এক তরুণ আফগান অভিবাসীকে সুইডেন থেকে বের করে দেয়ার প্রস্তুতি চলছে।

বিমানে ঢুকেই ইংরেজিতে তিনি নিজের প্রতিবাদ ফেসবুকে সরাসরি সম্প্রচার শুরু করেন, যা মুহূর্তেই কয়েক লাখ লোকের কাছে পৌঁছে যায়।

এ সময়ে যাত্রীদের কেউ সহানুভূতি আবার কেউ বিরক্তিও প্রদর্শন করেন। কিন্তু এরসন ধৈর্য ধরে নিজের কাজটি করে গেছেন।

তিনি বলেন, ওই আফগান অভিবাসীকে বিমান থেকে নামিয়ে না দেয়া পর্যন্ত আমি বসব না বলে প্রতিজ্ঞা করেছি। আমি তার জীবন রক্ষা করার চেষ্টা করেছি।

বিমানে নিজের ফোন বের করে ফেসবুকে লাইফ স্ট্রিম দিয়ে প্রায় ১৪ মিনিট প্রতিবাদ করেন ২২ বছর বয়সী এ তরুণী। এ সময় বিমানের অনেক যাত্রী এসে তার সঙ্গে যোগ দেন।

এরসনের সন্দেহ, যদি ওই আফগানকে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়, তবে তিনি হত্যার শিকার হতে পারেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here