বিমানবন্দরে এক যাত্রীর জুতা থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণের বার জব্দ

0
310

খবর৭১:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতা থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। আমদানি অনুমতিপত্র ও ঘোষণাপত্র ছাড়া অবৈধভাবে এসব স্বর্ণ আনায় মালয়েশিয়ান নাগরিক ওই যাত্রীকেও আটক করা হয়েছে।

শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। আটক যাত্রীর নাম লুই কোন হং (৩৩)। তিনি চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক। শুল্ক গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ওই যাত্রী শনিবার রাতে মালিন্দো এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে ঢাকায় অবতরণ করে। স্বর্ণ বহন করলে কাস্টমস কর্তৃপক্ষকে নির্দিষ্ট ফরম পূরণ করে অবহিত করার বিধান থাকলেও ওই যাত্রী ঢাকায় নেমে কোনো প্রকার ঘোযণা দেননি। বরং গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হয়ে যাচ্ছিল। তবে শুল্ক গোয়েন্দার কাছে থাকা তথ্যানুযায়ী তাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার জুতা কেটে এক কেজি ওজনের ৪টি স্বর্ণবার এবং ৬টি কাটপিস উদ্ধার করা হয়।

জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৪৮৭ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা। আটক ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here