বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরন করল চৌগাছাবাসি

0
514

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় গভীর শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বিনম্রশ্রদ্ধা আর ভালবাসায় সারা দেশের ন্যায় ভাষা শহীদদের স্মরন করলো সীমান্তবর্তী উপজেলা চৌগাছার মানুষ। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, প্রভাতফেরী ও শিশুদের নানা বিষয়ে প্রতিযোগিতা। রাত ১২ টা ১ মিনিটে চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা মোঃ ইবাদত হোসেন পুস্পমাল্য অর্পন করেন। এর পরপরই পুস্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভার পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, বাংলাদেশ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, পাবলিক লাইব্রেরী, বাজার ব্যবসায়ী সমিতি, চৌগাছা ডিগ্রি কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, এসএম হাবিব পৌর কলেজ, চৌগাছা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাজী মর্ত্তুজ মাধ্যমিক বিদ্যালয়, ছারা বালিকা বিদ্যালয়, চৌগাছা রিপোর্টার্স ক্লাব, জেলা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। পুস্পমাল্য অর্পন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদবেদীতে ভাষা শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহানুর আলম উজ্জ্বল। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সরকারী কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রভাতফেরী বের হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরের বৈশাখি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবাদত হোসেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here