বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, হুইল চেয়ার, ওয়াকার, হিয়ারিং এইট বিতরণ

0
306

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া নবজাগরণ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, হুইল চেয়ার, ওয়াকার, হিয়ারিং এইট বিতরণ করা হয়েছে। দুপচাঁচিয়া নবজাগরণ সংস্থার আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর রোডস্থ বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারজিনা খানম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পদক এনামুল হক রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউল ইসলাম, জেলা প্রতিবন্ধী সেবা সংস্থার কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক ডাঃ সাইদুর রহমান, নবজাগরণ সংস্থার উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আলিম খান, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই আব্দুস সালাম, উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান, সাবেক সভাপতি তছলিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এসএম সাহিদ, পৌর জাপার সভাপতি মাহবুবার রহমান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মিল্টন রহমান সহ বিদ্যালয়ের সদস্য, শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ। এদিন প্রধান অতিথি বিদ্যালয়ের ১০৫জন প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শীতবন্ত্র ও প্রতিবন্ধী সামগ্রী বিতরণ করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here