বিদেশ যেতে বাধা দেয়ায় হাইকোর্টে ইমরান এইচ সরকারের রিট

0
210

খবর ৭১ঃগণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার রিট করা হয়েছে। আজ এ রিটের শুনানি হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে চার সপ্তাহের জন্য গত ২০ জুলাই দেশটিতে যাওয়ার কথা ছিল তার। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা থাকায় বিকাল ৪টায় তিনি বিমানবন্দরে যান।

বিকাল ৫টার মধ্যে ইমিগ্রেশন ও বোর্ডিং পাস হয়ে গেলে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ইমরান এইচ সরকার। এ সময় ইমিগ্রেশনের এক কর্মকর্তা গিয়ে তাকে ডেকে নিয়ে যান।

ইমরান সরকারের অভিযোগ, ইমিগ্রেশন কর্মকর্তা তাকে বলেন- আপনি যেহেতু ইমিগ্রেশন পেয়ে গেছেন, তখন তো বিদেশে যাচ্ছেন।

তবে আমাদের কিছু ফরমালিটিজ আছে, আপনার সঙ্গে কথা বলব। এই বলে তারা আমাকে বসিয়ে রাখেন। তারা এই বলে আশ্বস্ত করেন যে, আমাদের সম্মতি ছাড়া প্লেন ছাড়বে না। এর পর বিমান ছাড়ার মিনিট দশেক আগে তাকে বলা হয়, ওপরের নির্দেশ আছে আপনি যেতে পারবেন না।

বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে এবং এভাবে তাকে বিদেশ যাত্রায় বাধা দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ইমরান এইচ সরকার।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here