বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচন পেছানোর দাবি অযৌক্তিক

0
215

খবর ৭১: বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচনের তারিখ পেছানোর দাবি অযৌক্তিক ও অবান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এইতো আবার বিদেশিদের সঙ্গে বসছে। বিদেশিরা কখন আসবে আবার কখন আসবে না সেদিকে তাকিয়ে কী আমাদের ইলেকশন হবে। বিদেশিরা তাদের দেশে ইলেকশন করলে বাংলাদেশের অবজাভার, প্রতিনিধি যেতে দেরি হবে সেজন্য কি ইলেকশন পেছাবে?’
তিনি বলেন, ‘যেই বিদেশিরা আমেরিকার ইলেকশনে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পর্যবেক্ষক যাবে। আর এই পর্যবেক্ষক দেশের অভ্যন্তরীণ কারণে যেতে দেরি হলে কি তাদের ইলেকশন পেছাবে? তাহলে আমরা কেন আমাদেরকে সেভাবে চিন্তা করি না।’
দেশকে ছোট না ভাবার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশকে উপরে তুলুন। আমাদের দেশ সবার উপরে। আমরা কারো চেয়ে ছোট না। বন্ধুদেশ আমাদের অসংখ্য আছে। কিন্তু আমরা কারো চেয়ে মর্যাদায় ছোট না।’
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here