বিজেপি প্রার্থীকে হারাতে ‘কম্পিউটার বাবা’র শরণাপন্ন কংগ্রেস নেতা

0
324

খবর ৭১ঃ ভারতের মধ্য প্রদেশের ভোপাল কেন্দ্রে বিজেপির হিন্দুত্বের মুখ প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর সঙ্গে এবারের নির্বাচনে টক্কর দিতে শেষমেশ সাধুদের কাছে দ্বারস্থ হলেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দিগ্বিজয় সিং।

জয় নিশ্চিত করতে বিশাল যজ্ঞের আয়োজন করেছেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।এই অনুষ্ঠানের পৌরহিত্যে জনপ্রিয় সাধু নামদেও দাস ত্যাগি ওরফে কম্পিউটার বাবা।

কম্পিউটার চালনায় তুখোর, অনায়াসে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারেন তিনি। সে কারণেই ‘কম্পিউটার বাবা’ হিসাবে বিখ্যাত।

২০১৪ সালে ‘পিকে’ সিনেমা ব্যান করা নিয়ে সরব হন তিনি। এরপরই কম্পিউটার বাবা রাজনৈতিক মহলে বেশ পরিচিত হয়ে ওঠেন।

ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর নিজেকে হিন্দুত্বের মুখ বলে মনে করেন। তবে প্রথম থেকেই চড়া দাগের প্রচার চালিয়ে কমিশনের রোষের মুখে পড়েন প্রজ্ঞা। তাঁকে টক্কর দিতে দিগ্বিজয়ও ‘হিন্দুত্বের’ শরণে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

কম্পিউটার বাবা বলেন, ‘গত পাঁচ বছরে রামমন্দির তৈরি করতে পারেননি মোদী। মন্দির নয় তো মোদী-ও নয়।’

প্রজ্ঞা সিং ঠাকুরকেও এক হাত নিয়ে কম্পিউটার বাবার তোপ, ‘যাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ কার্যকলাপ, খুনের অভিযোগ রয়েছে, তিনি কিসের সাধ্বী।’

জানা যাচ্ছে, ভোপালের সৈফিয়া কলেজে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেখানে হটযোগ, ভজন, কীর্তন নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পরিবেশন হবে। এই অনুষ্ঠানে প্রায় ৫ থেকে ৭ হাজার সাধু যোগ দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here