বিজেপির টার্গেট- বাঙালি ও মুসলিম তাড়ানো: মমতা

0
407

খবর৭১ঃ ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘ওদের (বিজেপি) টার্গেট একটাই- বাঙালি তাড়ানো, আদিবাসী তাড়ানো, মুসলিম তাড়ানো। দাঙ্গা ও মানুষ হত্যাই ওদের লক্ষ্য।’

শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজ্যের আলিপুরদুয়ার জেলার বারোবিশাতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

মোদী সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নামে আসামে ২২ লাখ হিন্দু ও ২৩ লাখ মুসলিমের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। সেই দুঃখে আসামের মানুষেরা আত্মহত্যা করছে। তাদের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসই দাঁড়িয়েছিল, তাদের রক্ষা করেছিল। এবার আর সেই এনআরসি’র সুযোগ দেয়া হবে না।’

নরেন্দ্র মোদীকে হিটলারের দাদা ফ্যাসিস্ট উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘সাবধান হয়ে যাও, বাঙালি ও মুসলিমদের তাড়ানো এত সহজ নয়।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সতর্ক থাকবেন। কেউ যেন প্রতারণা করে ভোট আদায় না করতে পারে। বিজেপি জিতলে দেশের স্বাধীনতা থাকবে না। সংবিধান বদলে দেবে, সংখ্যালঘুদের অধিকার থাকবে না।’

জনগণকে জোড়াফুল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে এই তৃণমূল নেত্রী বলেন, ‘বিজেপিকে একটা ভোটও দেবেন না। জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে তৃণমূলকে সরকার গঠনের সুযোগ দিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here