বিজেপিতে যোগ দেয়া ক্রিকেটার গম্ভীরের বিরুদ্ধে মামলা

0
319

খবর৭১ঃ রাজনীতির মাঠে নেমেই বিতর্কে জড়িয়ে গেলেন গৌতম গম্ভীর।ক্ষমতাসীন দলনরেন্দ্র মোদিরবিজেপিতে সম্প্রতি যোগ দেন গম্ভীর।

ভারতে চলমান লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লির একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গম্ভীর।ভারতের বিশ্বকাপ জয়ে অবদান রাখা তারকা এইওপেনারের বিরুদ্ধে দুটি ভোটার আইডি রাখার অভিযোগ করেছেন অতশী।

আম আদমি পার্টির এই প্রার্থীর অভিযোগ গম্ভীর দিল্লির করোলবাগ ও রাজেন্দ্র নগর থেকে ভোটার হয়েছেন।

আর সেই অভিযোগেগম্ভীরের বিরুদ্ধে মামলা করেছেন অতশী। তার দাবি যদি সত্যিই হয় তাহলে ভারতীয় আইনে এক বছর জেল হতে পারে গম্ভীরের। আগামী ১ মে এই মামলার শুনানি হবে।

একটা সময়ে খেলার মাঠে আধিপত্য বিস্তার করেছেন গৌতম গম্ভীর। খেলার মাঠ থেকে রাজনীতিতে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানের পথ অনুসরণ করেই রাজনীতিতে যোগ দিয়ছেন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর।

ভারতের হয়ে ৫৮ ওয়ানডে, ১৪৭ টেস্ট এবং ৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২০ সেঞ্চুরিতে ১০ হাজার ৩২৪ রান সংগ্রহ করেছেন গম্ভীর।

গম্ভীরের আগে ভারতের সাবেক তারকা ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু, মুহাম্মদ আজহারউদ্দিন রাজনীতিতে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here