বিজিবি মহাপরিচালককে প্রত্যাহার

0
406

খবর ৭১: দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করেছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। তবে বিজিবির নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আমাদের কাছে আদেশ জারির জন্য প্রস্তাব পাঠালে আমরা আদেশ জারি করি। কেন নিয়োগ কিংবা সরিয়ে নেওয়া হয় তা এখানে আমাদের জানার সুযোগ নেই।

উল্লেখ্য, ২০১৬ সালের ২ নভেম্বর আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here