বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে সময় দিয়েছে রাজউক

0
298

খবর ৭১: রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে আবারও সময় দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিজিএমইএ ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আবারও ভবনটি খুলে দেয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ওইসব অফিস-প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নেয়ার সুযোগ পাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস।

তিনি বলেন, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) মালামাল সরিয়ে নেয়ার পরও কিছু প্রতিষ্ঠান সব মালপত্র সরিয়ে নিতে পারেনি। সেগুলো সরিয়ে নেয়ার সুযোগ দিতেই আজ বিজিএমইএ ভবন খুলে দেয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো মালামাল সরিয়ে নিতে পারবে।

এর আগে ১২ এপ্রিলের মধ্যে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন সরিয়ে নিতে সময় দিয়েছিলেন আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার (১৬ এপ্রিল) মাঠে নামে রাজউক। দিনভর মালামাল সরিয়ে নিতে সময় দেয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে রাজউক।

এদিন সকাল থেকে আদালতের রায়ে অবৈধ বিবেচিত বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করে রাজউক। ভবনটির ভেতরে বিজিএমইএ কার্যালয়সহ নানা প্রতিষ্ঠান-অফিস ছিল। তারা সেদিন মালামাল সরিয়ে নিতে চেষ্টা করে। তবে সময় স্বল্পতার কারণে সব মালপত্র সরিয়ে নিতে ব্যর্থ হয় অনেক প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here