বিক্ষোভে সহিংসতার আশঙ্কায় আইফেল টাওয়ার বন্ধ

0
326

খবর৭১ঃফ্রান্সে সরকারবিরোধী গোষ্ঠীর বিক্ষোভ চলমান থাকায় নতুন করে সহিংসতার আশঙ্কায় শনিবার আইফেল টাওয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ইয়েলো ভেস্টস’ নামে পরিচিত এ বিক্ষোভে দাঙ্গার আশঙ্কায় শনিবার দেশটির রাজধানী প্যারিসে সাঁজোয়া যানসহ দেশব্যাপী ৮৯ হাজার পুলিশ মোতায়েন রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ।

মূলত জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণায় এ বিক্ষোভ শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারা ফ্রান্সে।

বিক্ষোভের কারণে রাজধানী প্যারিসের সজ-এলিজি এলাকার দোকানপাট ও রেস্তোরাঁগুলো বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে পুলিশ। এছাড়া বেশ কিছু জাদুঘরও একই কারণে বন্ধ রাখা হবে।

আইফেল টাওয়ারের পরিচালক জানিয়েছেন, দাঙ্গাকারীদের সহিংস প্রতিবাদের ফলে শনিবার টাওয়ারে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি হুমকির মুখে পড়েছে। তাই এটি বন্ধ রাখা হবে।

জ্বালানির কর বৃদ্ধির ঘোষণার পর প্রতিবাদে ফ্রান্সে ১৭ নভেম্বর থেকে চলছে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলন। এই আন্দোলন ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়। বর্তমানে এ আন্দোলন জোরালো হয়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে।
খবর৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here