বিক্ষোভের মুখে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

0
262

খবর৭১: দেশব্যাপী চলমান বিক্ষোভের মুখে পদত্যাগে করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান। তার বিরুদ্ধে টানা ১১ দিন ধরে বিক্ষোভ করেছে বিরোধীদলীয় সমর্থকরা। বিক্ষোভের ১১ দিনের মাথায় গতকাল সেনা সদস্যরা ইয়েরেভানে বিক্ষোভে যোগ দিলে উপায়ন্তর না দেখে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী সার্জিয়ান বলেন, ‘রাজপথে আমার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। আমি আপনাদের দাবি মেনে নিচ্ছি।’

আর্মেনিয়ার সংবিধান অনুসারে, কোন ব্যক্তি ১০ বছরের বেশি প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করতে পারবে না।

কিন্তু এই মাসের শুরুতে নিজের শপথ ভেঙে আর্মেনিয়ার প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করে ক্ষমতা আঁকড়ে থাকতে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নেন সাবেক প্রেসিডেন্ট সের্জ সার্জিয়ান। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি তাকে এই মনোনয়ন দেয়। এরই প্রতিবাদে গত ১৩ এপ্রিল থেকে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা।

বিক্ষোভ শুরু হলে দাঙ্গা পুলিশ তাদের ঠেকানোর চেষ্টা করে। অনেককেই গ্রেফতার করা হয়। বিক্ষোভের মধ্যেই গত রবিবার (২২ এপ্রিল) সশরীরে হাজির হয়ে আলোচনার প্রস্তাব দেন প্রেসিডেন্ট সার্জিয়ান। সোমবার বিক্ষোভের ১১তম দিনে দেশটির সেনাসদস্যরাও বিক্ষোভে যোগ দিলে উপায় না দেখে পদত্যাগের ঘোষণা দেন সার্জিয়ান।

এর আগে বিরোধী দলীয় নেতা নিকোল পাশিয়ানকে মুক্তি দেওয়া হয়। রবিবার তাকে গ্রেফতার করা হয়েছিল।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here