বিকেলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

0
205

খবর ৭১ঃ ২০১৬ সালের এশিয়া কাপের টি-টোয়েন্টি আসরের প্রতিশোধ। সেমিফাইনালে এই পাকিস্তানকে হারিয়েই ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা। এবারের আসরেও সেবারের মতো আগেই ভারত ফাইনালের টিকিট কেটেছে। এখন শুধু পালা মাশরাফি বাহিনীর পুনরাবৃত্তি।

এবারও কি পারবেন মাশরাফি-সাকিবরা। ২০১৬ সালের ম্যাচটি ছিল টি-টোয়েন্টি আর এবার ওয়ানডে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আসরের ওয়ানডেতে টাইগাররা কখনো পাক বধ করতে পারেননি।

দুই দল এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে ৩৫টি। বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩১ ম্যাচে। আর এশিয়া কাপে দুই দল খেলেছে ১২টি ওয়ানডে। মহাদেশীয় এ টুর্নামেন্টে পাকিস্তানকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। ১২ ম্যাচের ১২টিই জিতেছে পাকিস্তান।

তবে আজ হয়তো উজ্জীবিত বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বেশ চাঙা বাংলাদেশ শিবির। অঘোষিত এই সেমিফাইনালের প্রহর গুনছে বাংলাদেশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের ষষ্ঠ ও শেষ খেলায় স্বাগতিক দল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

২০১৬ সালের মতো পাকিস্তানকে হারানো আর ফাইনালে ভারতের সাথে পরাজয়ের সেই প্রতিশোধের সুযোগের সামনে টাইগাররা। পারবে কি টাইগাররা। সেই উত্তর খুজতে অপেক্ষা করতে হবে টাইগার ভক্তদের। তবে আজ গতবারের মতো পাকিস্তান বধের পুনরাবৃত্তি ঘটুক সেই প্রত্যাশায় বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here