বিকৃত ইতিহাস থেকে দেশকে মুক্ত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

0
261

খবর ৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিকৃত ইতিহাস থেকে দেশকে মুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার। দেশের উন্নয়নের গতি অব্যাহত থাকবে, কেউ রুখতে পারবে না। বাঙালির ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার।

বুধবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্রবাহিনীর মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সন্তান ও ভাইবোনেরাও ভাতা পাবে।

মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক বিদেশিরা আমাদের হয়ে কাজ করেছেন। আমরা তাদের সম্মানিত করেছি। ভারত আমাদের মিত্র শক্তি ছিলো। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে সেইসব বিদেশিদের আমরা সম্মান জানিয়েছি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস-২০১৮ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে (শিখা চিরন্তন) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্যে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। সে সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here