বিএনপি নিজেরাই ভুলের চোরাবালিতে আটকে শূন্য হয়ে আছেঃ কাদের

0
445
বিএনপি নিজেরাই ভুলের চোরাবালিতে আটকে শূন্য হয়ে আছেঃ কাদের

খবর৭১ঃ বিএনপি নিজেরাই ভুলের চোরাবালিতে আটকে দেশের রাজনীতিতে শূন্য হয়ে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি করতে করতে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন, আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি।

তিনি বলেন, খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার রাজনীতি বাংলাদেশে আপনারাই শুরু করেছিলেন। বাংলাদেশের সিরিজ বোমা হামলা, বাংলাভাইয়ের রাজনীতি আপনারাই শুরু করেছিলেন। আজ কোন্ সাহসে সন্ত্রাসের রাজনীতির কথা বলেন?

কাদের আরও বলেন, আপনাদের (বিএনপি) দেখলে মনে হয় শিল্পী জয়নুলের বিখ্যাত কাদা মাটিতে আটকেপড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকেপড়া গরুর গাড়ির মতো বিএনপি আজকে আটকে আছে। সেই কাদা থেকে বেরুতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। নেতিবাচক রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি, দুর্নীতিবাজ পৃষ্ঠপোষকের রাজনীতি, লুটপাটের রাজনীতি থেকে বেড়িয়ে আসতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে নেই। আপনি (ফখরুল) নির্বাচিত হয়েও নিজের আসন শূন্য করে দিয়েছেন। আপনি তো শূন্য হবেনই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব বলেছেন, আওয়ামী লীগ তাদের রাজনীতি শূন্য করে দিচ্ছে; যিনি নিজেই নির্বাচিত হয়ে আসন শূন্য করে দেন, তিনি কতবড় শূন্য ভেবে দেখেন, কত বড় ফাঁপা বেলুনের মতো শূন্য তা ভেবে দেখতে হবে।

চামড়া শিল্প ধ্বংসের পায়তারা চলছে- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যে কাদের বলেন, বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে, সেই হাওয়া ভবনের লুটপাট, দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা? আজকে বলেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক আপনারা, যেমন আজকের এই ১৭ আগস্টের সিরিজ বোমা সারা বাংলাদেশের ৬৩টি জেলায় জঙ্গিবাদী সিরিজ বোমার পৃষ্ঠপোষকতা করেছিলেন।

তিনি বলেন, অনেক কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু বিএনপি ভুলতে দেবে না। পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করে আজকে দুর্নীতির কথা বলেন লজ্জা করে না? একটুও লজ্জা করে না? লজ্জা-শরমের মাথা খেয়ে ফেলেছেন?

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখনও ষড়যন্ত্র চলছে, এখনও বাতাসে চক্রান্তের গন্ধ আছে। রক্তের গন্ধ আমরা পেয়েছি বারবার। আপনাদের প্রাইম টার্গেট বিশ্বে জনপ্রিয়, জননন্দিত নেত্রী শেখ হাসিনা।

মির্জা ফখরুল ইসলামের বক্তব্য বিএনপির দেউলিয়াত্বের প্রমাণ দেয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন, বেগম জিয়ার মুক্তির আন্দোলন করতে পারেননি এটা তাদের দুর্ভাগ্য।

তিনি বলেন, কত দেউলিয়া হয়ে গেছে এই দল। এই দলের নেতৃত্ব দুর্ভাগ্যের জন্য বেগম জিয়ার জন্য আন্দোলন হয়নি। এ ধরনের বুলি, এ ধরনের ফাঁকা কথা, এ ধরনের বক্তব্য তারাই দিতে পারে যাদের রাজনীতি, যাদের আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে পড়েছে।

আগামী ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে সবাইকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, কয়েক মাস পর ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন, নির্বাচন আবার আসছে। জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে জনগণের রায় মেনে নির্বাচিত হতে চাই।

প্রতিনিধি যারা আছেন, আপনারা কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি জিতেই যাব, তাহলে ভুল করবেন। আপনাকে জনগণের মন জয় করে, জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, মহানগর উত্তরের সভাপতি রহমত উল্লাহ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here