বিএনপি-জামায়াতের অনুপ্রবেশে সতর্ক থাকুন: হানিফ

0
250

খবর৭১ঃ অস্তিত্ব সঙ্কটে থাকা বিএনপি-জামায়াত আওয়ামী লীগে অনুপ্রবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির করতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (২৩ মার্চ) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, ‘জামায়াতের মতো বিএনপিও একটা সময় রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। এ অবস্থায় তারা বিভিন্ন সংগঠনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এরা আমাদের মধ্যে এসে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এদেরকে চিহ্নিত করতে হবে, সেইসঙ্গে এরা যেন দলের মধ্যে ছড়িয়ে না যেতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় হানিফ অভিযোগ করে ব‌লেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সেইসঙ্গে তার বাবা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ছিলেন। কোনও ড্রাম তত্ত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছে।’

বিএনপিকে স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকারের পৃষ্ঠপোষকতাকারী রাজনৈতিক দল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি মোল্লা মো:আবু কাওছার এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামী লী‌গের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন না‌ছিম ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here