বিএনপি চাইলে অন্যদিন সমাবেশের অনুমতি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
219

খবর ৭১:বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দীতে ২৯ মার্চ সমাবেশ করার অনুমতি না দেয়ার পেছনে আশঙ্কাজনক কোনো তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আশঙ্কাজনক কোনো তথ্য ছিল বলেই সেদিন বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তবে বিএনপি অন্যদিন চাইলে অবশ্যই সমাবেশের অনুমতি পাবে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা আনসার একাডেমিতে নবগঠিত ৩৮ আনসার ব্যাটালিয়নের ফ্ল্যাগ রেইজিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত থাকে। সেগুলো বিশ্লেষণ করে সমাবেশের অনুমতি দেয়া হয়। ২৯ মার্চ হয়তো কোনো অসুবিধা ছিল তাই বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল পাশা হাবীব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার নুরুল আলম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here