বিএনপিতে এখন গণভাটা চলছে: ওবায়দুল কাদের

0
231

খবর ৭১: বিএনপির গণজোয়ার নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে এখন গণভাটা চলছে। বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাচনি প্রচারণা সভায় এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ‘আমি গত তিন-চারদিন ঢাকায় ছিলাম না। ফেনী, কুমিল্লা এবং আমার নির্বাচনি এলাকায় গিয়েছি। আমি শুধু আপনাদের এতটুকু বলতে পারি, যা সত্য নয় তা প্রচার করে লাভ নেই। ৩০ তারিখ তো আমরা চাপা দিতে পারবো না। যখন ফলাফল বের হবে তখনই বোঝা যাবে। এবার প্রচারণায় গিয়ে এরকম জনস্রোত আমি এর আগে কখনও নৌকার পক্ষে দেখিনি। এটা আসলেই গণজোয়ার।’

তিনি বলেন, ‘এই যে মওদুদ আহমদ সাহেব বড় বড় কথা বলেন, তিনি গত পাঁচ বছরেও তার নির্বাচনি এলাকায় যাননি। এখন নির্বাচনের কারণে তিনি যাচ্ছেন—এজন্য তাকে স্বাগত জানাই। প্রতিপক্ষ শক্তিশালী না হলে তো নির্বাচন জমবে না। প্রতিদ্বন্দ্বিতা জমতে হবে, না হলে নির্বাচন কিসের। উনি কিন্তু জমাতে পারছেন না, বিএনপির ভাঙা হাট কোথাও জমছে না। নোয়াখালী-কুমিল্লা এলাকায় কোনও প্রার্থী এখন পর্যন্ত মাঠে নেই, কিন্তু তারা বলছে গণজোয়ার। আমার কাছে বিষয়টি বড় হাস্যকর মনে হয়। এটা গণজোয়ার না, এটা গণভাটা। বিএনপিতে এখন গণভাটা চলছে। জোয়ারের মুখ গত ১০ বছরেও বিএনপি দেখেনি, এমনকি ছোট ঢেউ কোথাও কেউ লক্ষ করেনি। এর আগে মওদুদ সাহেব কতবার বলেছেন চেহারা পাল্টে যাবে।’

বিএনপির রাজনীতি দিন দিন সংকুচিত হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল (১১ ডিসেম্বর) মওদুদ আহমদ প্রচার-প্রচারণা চালিয়েছেন। আমি বিভিন্নজনকে জিজ্ঞেস করে জানতে পেরেছি, তার জনসভার লোকসংখ্যা ১৫শ’ থেকে ২ হাজার। এটা যদি গণজোয়ার হয়, তাহলে গণজোয়ার কাকে বলে আমি জানি না। নির্বাচনি প্রচারণায় যাওয়ার সময় তাদের হাতে লাঠিসোঁটা ককটেল এগুলো থাকে। এসবের বেধড়ক ব্যবহার করে আমাদের কিছু কর্মীকে আহত করেছে। এরপরে জনগণের প্রতিরোধের মুখে তিনি উপজেলায় একটি সভা-সমাবেশও করতে পারেননি। গণজোয়ার থাকলে তিনি জনগণের প্রতিরোধ ভেঙে সভাস্থলে পৌঁছাতে পারতেন। তিনি এত বড়মাপের নেতা যে, তার সভাস্থল থেকে তিন কিলোমিটার দূরে একটি চায়ের দোকানে বসে সাত-আটজন নিয়ে সভা করেন। নেতিবাচক জনপ্রিয়তার কারণে বিএনপির রাজনীতি দিন দিন সংকুচিত হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here