বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই দ্রুত রায় ঘোষণা’

0
406

খবর৭১: জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার দ্রুত রায় ঘোষণা করা সেই অপচেষ্টার অংশ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গত বৃহস্পতিবার ঢাকা আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে বিবাদী পক্ষের আইনজীবীদের বক্তব্য হঠাৎ বন্ধ করে দিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত প্রবীণ আইনজীবীদের মতে এমন ঘটনা শুধু অপ্রত্যাশিত বা অস্বাভাবিকই নয়, বরং তা রহস্যজনকও বটে।’

তিনি বলেন, ‘গত কয়েক দিনে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীগণ ও বিশেষ দূত এই মামলার রায় এবং তৎপরবর্তী সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার বিষয়ে সরকার এবং সরকারি দলের বিভিন্ন প্রস্তুতির কথা যে ভাষায় বলে চলেছেন, তাতে প্রমাণিত হয়, মামলা আদালতে বিচারাধীন থাকলেও তার রায় কী হবে তা সরকার এবং সরকারি দলের জানা আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘স্পষ্ট বোঝা যাচ্ছে জালিয়াতি করে বিচারের নামে প্রহসন ও বিরোধী পক্ষকে দমন করার জন্য আদালতকে ব্যবহার করার একটি নোংরা দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে। বিচার বিভাগ ও আইনের শাসন নিয়ে ক্ষমতাসীন দলের এমন আচরণে দেশের জনগণ আজ খুব্ধ।’

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির আজকের সভা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কয়েকজন নিরাপরাধ ব্যক্তিকে মিথ্যা বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে যে হয়রানি করা হচ্ছে তার তীব্র নিন্দা জানানো হয়। এবং এ ব্যাপারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিচারের নামে সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here