বিআরটিসি ডিপোতে শ্রমিকদের তালা, বিক্ষোভ

0
461

খবর ৭১ঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালক-শ্রমিকরা ৯ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন। তারা ডিপোর গেটে তালা দিয়ে শত-শত গাড়ি আটকে রেখেছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর বিমানবন্দর সড়কের জোয়ার সাহারা ডিপোতে শ্রমিকরা আন্দোলন শুরু করে।

বেতন বকেয়া থাকার জন্য বিআরটিসির চেয়ারম্যানকে দায়ী করেন শ্রমিকরা। তারা বলেন, ‘নয় মাস ধরে তাদের বেতন বকেয়া পড়ে আছে। অনিয়মের আশ্রয় নিয়ে চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া কয়েক মাস পরপর ডিপো ম্যানেজারের পরিবর্তন আনেন। চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন বিষয়টি সমাধানের কিন্তু তারপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।’

ডিপোর প্রশাসন বিভাগের একজন জানান, ‘বিআরটিসির এই ডিপোর বর্তমান ম্যানেজার তার সময়ের সব মাসের বেতন শ্রমিকদের দিয়েছেন। কিন্তু আগের ম্যানেজারের সময় বকেয়া থাকা বেতন না পাওয়ায় শ্রমিকরা আন্দোলন করছে।’

এ বিষয়ে ডিপো ম্যানেজার নূর আলম বলেন, ‘আমি যোগদানের পর অতিবাহিত এক বছরের প্রতি মাসের বেতন পেয়েছে শ্রমিকরা। আগের ম্যানেজার থাকাকালে ছয় মাসেরও বেশি বকেয়া বেতন আটকা পড়েছিল। সেই বেতনের জন্য এখন শ্রমিকরা ডিপো তালা মেরে রেখেছে।’

বিআরটিসি প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘বিআরটিসি এই ডিপো ঘিরে নানা অনিয়মে জড়িয়ে গেছেন পরিচালক। কিছুদিন পরপর ডিপো ম্যানেজার পরিবর্তন এনে নিজের সুবিধা আদায় করেন চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here