বালি বোমা হামলার মূলহোতা বশির মুক্তি পাচ্ছেন

0
225

খবর৭১ঃইন্দোনেশিয়ার বালিতে ২০০২ সালের নাইটক্লাবে বোমা হামলার মূলহোতা আবু বাকার বশিরকে মানবিক কারণে সাজা শেষ হওয়ার আগেই মুক্তি দেয়া হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, উগ্রবাদী সংগঠন জেমায়াহ ইসলামিয়ার (জেআই) আধ্যাত্মিক গুরুকে শিগগিরই ছেড়ে দেয়া হবে।-খবর রয়টার্সের

সতের বছর আগের ওই বোমা হামলায় দুই শতাধিক লোক নিহত হয়েছেন। যাদের অধিকাংশই ছিল অস্ট্রেলিয়ার পর্যটক।

ইন্দোনেশিয়ায় এটা ছিল সবচেয়ে প্রাণঘাতি হামলা। এতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে বাধ্য হয় জাকার্তা।

উইদোদো বলেন, প্রথমত তাকে মানবিক কারণে মুক্তি দেয়া হচ্ছে। তিনি খুবই বৃদ্ধ। তার স্বাস্থ্যগত অবস্থাও বিবেচনায় নেয়া হয়েছে। তবে বশিরকে কবে মুক্তি দেয়া হবে, তা তিনি জানাননি।

ওই ধর্মীয় নেতার এক আইনজীবী বলছেন, আগামী সপ্তাহের মধ্যে তিনি মুক্তি পেতে যাচ্ছেন।

আচেহ প্রদেশের বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০১০ সালে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারের পর বশিরের ১৫ বছরের কারাদণ্ড হয়েছিল।

বশিরের কারামুক্তির খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। ক্যানবেরা ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তবে মুক্তির খবরকে স্বাগত জানিয়ে বশির বলেন, যদি আমি মুক্তি পাই, তবে আল্লাহর শুকরিয়া।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here