বারাকা এরাবিক লার্নিং সেন্টারের বার্ষিক শিক্ষা সফর সমাপ্ত

0
284

খবর৭১:
সন্তানদেরকে শিশু বয়স থেকেই ধর্মীয় শিক্ষার আলোকে গড়ে তোলা পিতা-মাতার নৈতিক দায়িত্ব। এজন্য আরবি ভাষা শিক্ষা দিতে হবে। যাতে তারা প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে। পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের মেধার বিকাশে সুষ্ঠু পরিচর্যা করা একান্ত কর্তব্য।
বারাকা এরাবিক লার্নিং সেন্টার-এর বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে গত শনিবার এডভ্যা ার ওয়ার্ল্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লায়লা মেহের বানু।
প্রতিষ্ঠানের এডমিন শাহ ইলিয়াস আহমদ সাঈদীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদের সহ সভাপতি আব্দুল্লাহ এ মাসুম, সেক্রেটারি আনহার উদ্দিন দোলন, বিশিষ্ট নিউরোলজিস্ট ডাঃ মশিউর রহমান, ডায়াবেটিকস বিশেষজ্ঞ ডাঃ হোসাইন আহমদ, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মেজর মুনতাসির আহমদ মাসুমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত শিক্ষা সফরে ছাত্রছাত্রীরা সারাদিন বিভিন্ন রাইড উপভোগ ও খেলাধুলায় অংশগ্রহণ করে। বিকালে শিল্পী হেলাল আহমদ ও রাজীব আহমদের পরিচালনায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আবদুল্লাহ জাফর, এম এ ইউসুফ, হেলাল আহমদ, ইয়ামিন চৌধুরী, নূর আহমেদ, লুৎফুর রহমান, শাহ আলম ও সাজ্জাদুর রহমান, এছাড়াও ছিলেন তোফায়েল আহমদ, আশরাফুল ইসলাম ও নাজু বেগম। সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত শিক্ষা সফরের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here