বারইয়ারহাটে মোবাইল কোর্টের অভিযানে ৬০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ পুড়িয়ে ধ্বংস, ৩ জনকে জরিমানা

0
724
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাছ বাজারে অভিযান চালিয়ে ৬০০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ৬০০ কেজি বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে জনসম্মুখে কেরোসিন ঢেলে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ৩ টি মাছের আড়ৎকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আড়ৎগুলো হলো বারইয়ারহাট বাজারের কর্ণফুলী ফিশিং সেন্টার, মায়ের দোয়া মাছের আড়ৎ ও বাদশা মিয়া মাছের আড়ৎ। উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরুর নেতৃত্বে অভিযানে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও জোরারগঞ্জ থানা পুলিশ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, বারইয়ারহাট পৌর মাছ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ টি মাছের আড়তে জেলিযুক্ত প্রায় ৬০০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায়। পরে স্থানীয় নর্দমায় কেরোসিন দিয়ে মাছগুলো ধ্বংস করা হয়। মাছের বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here