বাবা শচীনের মতোই অভিষেক হল অর্জুনের

0
225

খবর৭১ঃ শচীন টেন্ডুলকারের পথেই হাঁটলেন অর্জুন টেন্ডুলকার। ভারতীয় যুবদলের হয়ে অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। শুধু তাই নয়, বাবা যেভাবে আউট হয়েছিলেন, ঠিক সেভাবেই কাটা পড়লেন ছেলে।

কলম্বোয় শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দিনের বেসরকারি টেস্টের তৃতীয় দিনে ৯ নম্বরে ব্যাট করতে নামেন অর্জুন। ১১ বল মোকাবেলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি। অগত্যা শূন্য রানে আউট হয়ে ফিরেছেন সাজঘরে। শ্রীলংকার তরুণ স্পিনার শশিকা দুলশানের বলে ক্যাচ আউট হন লিটল মাস্টার তনয়।

জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে সিনিয়র টেন্ডুলকারেরও একই দশা হয়েছিল। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ডাক মেরেছিলেন এ কিংবদন্তি। তাকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছিলেন তখন সবে বল হাতে আগুন ঝরাতে শুরু করা স্পিডস্টার ওয়াকার ইউনিস। ক্যাচ ধরেছিলেন সুইং কিংবদন্তি ওয়াসিম আকরাম।

অর্জুন ব্যর্থ হলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে ভারতীয় যুবারা। শ্রীলংকার প্রথম ইনিংসে ২৪৪ রানের জবাবে ৫৮৯ রান করেছে তারা। সেঞ্চুরি হাঁকিয়েছেন তাইদে (১১৩) ও বাদোনি (১৮৫)। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছে লংকানযুবারা।

অর্জুন প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৭ ওভার বলে করে ১৮ রান দিলেও কোনো সাফল্য পাননি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here