বাবর আজম-হারিস সোহেলের ব্যাটিং তাণ্ডব

0
372

খবর৭১ঃবিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবর আজম ও হারিস সোহেল। ইংল্যান্ডের বিপক্ষে এক মাত্র টি-টোয়েন্টি ম্যাচেব্যাটিংয়ে ঝড় তোলেন পাকিস্তানের এই দুই তারকা ব্যাটসম্যান।

রোববার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। দলীয় ৩১ রানে ফেরেন ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক।

তৃতীয় উইকেটে হারিস সোহেলকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন বাবর আজম। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে খেলায় ফেরে পাকিস্তান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া সোহেল ও বাবর ৬৪ বলে গড়েন ১০৩ রানের জুটি।

এরপর মাত্র এক রানের ব্যবধানে ফেরেন হারিস সোহেল ও বাবর আজম। ৩৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৫০ রান করে আউট হনসোহেল। ৪২ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৬৫ রান করেন বাবর আজম।

ইনিংসের শেষ দিকে ইমাদ ওয়াসিমের ১৩ বলের অপরাজিত ১৮ এবং ফাহিম আশরাফের ১০ বলের ১৭ রানে ভর করে ৬ উইকেটে ১৭৩ রান করে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৭৩/৬ (বাবর ৬৫, হারিস ৫০, ইমাদ ১৮*, ফাহিম ১৭, ফখর ৭, ইমাম-উল৭, আসিফ ৩, হাসান ০*)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here