বানিয়াচংয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

0
341

মঈনুলহাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে বড়বাজারের উর্মি ট্রেডাস ও হাজী ট্রেডাসকে মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।এছাড়াও একই দিনে উপজেলার আদর্শ বাজারে অভিযান চালিয়ে জিলাপীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা, এবং মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে জননী স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন বানিয়াচং থানা পুলিশের একটি টিম।অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here