বানরের পিঠা ভাগের মতো ভোট হবে না: রিজভী

0
321

খবর৭১: ক্ষমতায় ফিরতে নির্বাচন কেবলই আনুষ্ঠানিকতা বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তাতে নির্বাচন নিয়ে সরকারের কারচুপির ইচ্ছার প্রমাণ মিলেছে বলে মনে করেন রুহুল কবির বিজভী।

বানরের পিঠা ভাগের কল্পকাহিনি মনে করিয়ে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, নির্বাচনের নামে আসলে সংসদের আসন ভাগাভাগির কথাই বলেছেন ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে দলের নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী। এ সময় তিনি নির্বাচন নিয়ে শুক্রবার ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানান।

‘আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো শঙ্কা নেই, উন্নয়ন দিয়েই দেশবাসীর মন জয় করেছে দল। তাই আগামী নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।’- এটা বলেছিলেন ওবায়দুল কাদের।

জবাবে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গেছে।…‘পিঠা ভাগের মতো সংসদীয় আসনের সিংহভাগ আওয়ামী লীগ নিজেদের কব্জায় রেখে বাকি স্বল্পসংখ্যক আসন অন্যদলকে ভাগ দেয়ার কথা শোনা যাচ্ছে। এটাই নির্বাচনহীন একদলীয় শাসনের নমুনা।’

বাংলাদেশকে ‘অধিকার আদায়ের ঝটিকা কেন্দ্র’ আখ্যা দিয়ে বিএনপি নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে ছিনিমিনি খেললে কাঁটাতারের বেড়া নয়, চীনের প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়ে তোলা হবে।’

‘বিএনপি একতরফা ভাগাভাগির নির্বাচনকে কেবল প্রত্যাখান নয় জনগণকে সঙ্গে প্রতিরোধের ধাক্কায় গুড়িয়ে দেবে।’

‘যতই ষড়যন্ত্র করেন না কেন, যতই ভাগাভাগি করেন না কেন ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একতরফা নির্বাচন আর এদেশে করতে দেয়া হবে না।’

‘দেশের জনগণ, দেশের তরুণ সমাজ, দেশের প্রতিটি শ্রেণি-পেশার ভোটাররা আর একতরফা, ভোটারবিহীন নির্বাচন হতে দিয়ে দেশে এক ব্যক্তির জমিদারী শাসন চালাতে দেবে না।’

বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ধোকা দেয়ার বিদ্যা ভালো করেই জানে। এরা হচ্ছে আত্মসম্মানহীন প্রতারক। জনগণের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার।’

খালেদা জিয়া ছাড়া জাতীয় নির্বাচন এ দেশের জনগণ হতে দেবে না দাবি করে রিজভী বলেন, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে যে নির্বাচনে:

ক) বিএনপির নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া;

খ) নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক;

গ) শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে;

ঘ) নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

শনিবার থেকে খুলনা জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মোড়লকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিজভী বলেন, ‘তার ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি পাওয়া গেলেও তাকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা মনে করি কে বা কারা তাকে উঠিয়ে নিয়ে গেছে।’

‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি আহ্বান জানাবো অবিলম্বে তাকে খুঁজে বের করে জনসমক্ষে হাজির করার জন্য।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here