বাণিজ্যযুদ্বকে বাড়াবেন না শি জিনপিং ও ট্রাম্প

0
237

খবর৭১:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বৈঠকে নতুন করে শুল্ক আরোপ না করার ব্যাপারে সম্মত হয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শনিবার আলোচনায় বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ দুটি’র মধ্যকার বাণিজ্য যুদ্ধ যেন আর বৃদ্ধি না পায় সে জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

হোয়াইট হাউসের পাশাপাশি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘চুক্তিটি দুই দেশের মধ্যে আরো অর্থনৈতিক সংঘাত ঠেকাতে কার্যকরভাবে সক্ষম হবে। ’

ভোজসভায় দুই ঘন্টার বেশি সময় এই দুই নেতার মধ্যে আলোচনা হয়। দুই নেতার মধ্যে সমঝোতার কারণে ১ জানুয়ারি থেকে ধার্য হতে যাওয়া ১০% থেকে ২৫% বর্ধিত শুল্ক যুক্তরাষ্টের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপের কারণে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল। এতে হুমকির মুখে পড়েছিল বিশ্ববাণিজ্য। তবে উভয় নেতার সমঝোতার মাধ্যমে এবার বিশ্ব বাজারে বাণিজ্য যুদ্ধের তীব্রতা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here