বাজেটে নির্বাচনী বরাদ্দ ১২৭৮ কোটি টাকা

0
283

খবর৭১: আসছে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে একাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় নির্বাচনের জন্য মোট ১ হাজার ২৭৮ কোটি টাকা বরাদ্দ থাকছে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী এ বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (৪ জুন) কমিশনের অতিরিক্ত সচিব মোখুলেসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভোটের জন্য আমরা এক হাজার ২০০ কোটি টাকার বেশি চেয়েছিলাম। আমরা যা চেয়েছি তা পেয়েছি। তেমন কাটছাঁট হয়নি।’

তিনি জানান, প্রস্তাবিত বরাদ্দের মধ্যে রয়েছে সংসদ নির্বাচনের জন্য ৬৭৫ কোটি টাকা; উপজেলা পরিষদের জন্য ৫৭৫ কোটি টাকা; পৌরসভার জন্যে ৫ কোটি ২৫ লাখ টাকা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ১১ কোটি টাকা এবং বাকি বরাদ্দ কিছু সিটি করপোরেশনের ভোটের জন্য।

এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারির দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালে হবে উপজেলা নির্বাচন। পরের বছর পৌরসভা ভোট।

এদিকে আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন। ৩০ জুন এই বাজেট পাস হলে ১ জুলাই থেকে তা কার্যযকর হবে। আসছে বাজেট ৪ হাজার ৬৪ কোটি টাকার মতো হতে পারে বলে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here