বাগেরহাট সড়ক ও জনপথের উদ্যোগে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
219

হেদায়েত হোসাইন লিটন বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদের নেতৃত্বে বুধবার সকালে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া থেকে শুরু করে মোল্লাহাটের জয়ডিহি পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এদিন ফকিরহাট বিশরোড মোড়, ফলতিতা বাজার ও জয়ডিহি সহ কয়েকটি স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে মহাসড়কের পাশে অবৈধভাবে গাছের লক রাখার অপরাধে স্থানীয় স-মিল মালিক গোপাল ঘোষকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন বাগেরহাট সদর উপজেলার এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহরিযার মুক্তার। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী রাশিদুল রেজা, মোঃ সোহেক হোসেন ও মোঃ মাসুদ ডাকুয়া, সার্ভেয়ার নাইমুল ইসলাম, হাইওয়ে থানার এসআই জামাল উদ্দিন প্রমূখ। বাগেরহাট-মাওয়া মহাসড়কের দুই পাশে অবৈধ স্থপনা গড়ে উঠায় সম্প্রতি সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে বাগেরহাট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদের নেতৃত্বে এদিন উক্ত অভিযান পরিচালিত হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here