বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে গুরু পূর্ণিমা উদযাপিত

0
266

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে শুক্রবার ব্যাপক আয়োজনে পবিত্র গুরু পূর্ণিমা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ভোর থেকে রাত পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে শত শত ভক্ত, শিষ্য, অনুরাগী, দর্শনার্থী ও ধর্মীয় নেতৃবৃন্দ স্বত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন। গুরুধ্যান, গুরুবন্দনা, ঠাকুরের বিশেষ পূজা, ধর্মগ্রন্থ পাঠ (ভগবান লাভের পথ, পরমার্থ প্রসঙ্গ, ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ), ধ্যান যোগ, প্রসাদ বিতরণ, সঙ্গীতানুষ্ঠান, ও ধর্মীয় আলেঅচনা সভা অনুষ্টিত হয়। এ্যাডভোকেট প্রফুল্ল চন্দদ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অখিলেশানন্দজী মহারাজ, স্বামী কালিকেশানন্দজী, শিব প্রসাদ ঘোষ, প্রফেসর বিষ্ণু প্রিয়া, জ্ঞান রঞ্জন চক্রবর্ত্তী, এ্যাড: সমর দত্ত, এ্যাড: অনুপ দেবনাথ, বাবুল সরদার, মীরা রায় চৌধুরী, প্রদীপ বসু সন্তু প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here