বাগেরহাট-মাওয়া মহাসড়কে বাসের মুখোমূখি সংঘর্ষে নিহত-১, আহত-১০

0
410

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে দুটি বাসের মূখোমূখি সংঘর্ষে শাহদাত নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ বাসযাত্রী। শনিবার সকাল সাড়ে আটটার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কেন্দুয়া এলাকার বিসমিল্লাহ ফিস ফিডের সামনে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। নিহত শাহাদাৎ হোসেন (২৫) খুলনা জেলার রূপসা উপজেলার শ্রিফলতলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে গ্রীনলাইন পরিবহনের হেলপার ছিল। বাগেরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রীণলাইন পরিবহণের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি দিদার পরিবহণের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে গ্রীণ লাইন পরিবহণে হেলপার শাহাদাত ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত হন আরও অন্তত ১০ বাসযাত্রী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। বেপরোয়া গতিতে বাস চালানোর কারনে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত বাসযাত্রীর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here