বাগেরহাট চিংড়ি গবেষেণা কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি নিয়ে কর্মশালা

0
243

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট চিংড়ি গবেষেণা কেন্দ্রের বার্ষিক গবেষণার অগ্রগতি ও গবেষেণা পরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন, মৎস্য অধিদপ্তরের খুলানা বিভাগীয় উপ-পরিচালক রণজিৎ কুমার পাল।বাগেরহাট চিংড়ি গবেষেণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নাজমুল আহসান, খুলনা লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণার অগ্রগতি উপস্থাপন করা হয় এবং আগামী বছরের জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়।
কর্মশালা থেকে জানানো হয়, বর্তমানে এই চিংড়ি গবেষণাগারে চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা, চিংড়ির খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে। দিনব্যাপী এ কর্মশালায় খুলনা ও বাগেরহাট জেলার মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিংড়ি চাষী, চিংড়ি ব্যবসায়ী, চিংড়ির খাদ্য ব্যবসায়ী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here