বাগেরহাটে ৪ দিন ব্যাপি ১০৭ তম শীতলা পূজা শুরু

0
236

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে শুরু হয়েছে ৪দিন ব্যাপি ১০৭ তম শীতলা পূজা। শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পূর্বপাড়া ঝড়র গাছতলা শ্রী শ্রী শীতলা মন্দিরে এ পূজা শুরু হয়। বাগেরহাট ছাড়াও বিভিন্ন জেলার হিন্দু ধর্মালম্বী ভক্ত ও পূন্যার্থীরা পূজা করতে আসেন এ মন্দিরে। ৪দিন ব্যাপি এ পূজা অনুষ্ঠানের মধ্যে রয়েছে মা শীতলা কীর্ত্তন, মোনসা মঙ্গল, মাতুয়া সম্প্রদায়ের ধর্মীয় কীর্ত্তন ও যাত্রা পালা।
গোপালগঞ্জ থেকে আসা দুলাল বৈরাগী বলেন, অনেক বছর ধরে এ পূজায় আসি। এবার স্ত্রী-সন্তানসহ পরিবারের সবাই এসেছি। এখানে এসে খুবই ভাল লাগছে। পিরোজপুর থেকে আসা ভক্ত মৌসুমি দেবনাথ বলেন, শুনেছি এটা অনেক পুরোনো মন্দির। তাই বাবার সাথে মাকে প্রনাম করতে এসেছি। ভক্ত পলাশী সাহা বলেন, এখানে এসে যে যা মানত করে তার সেই মনের আশা পূর্ণ হয়। তাই এখানে এসেছি। সবাই মিলে একসাথে পূজা করি। আনন্দ উল্লাস করে ৪দিন পার করি। কাড়াপাড়া এলাকার সত্তোরোর্ধ বৃদ্ধ কালীপদ বলেন, ছোট বেলা থেকেই দেখছি এখানে পূজা অনুষ্ঠান হয়। পার্থিব ও ধর্মীয় কল্যানের জন্য আমরা মায়ের আরাধনা করি।মন্দিরের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র দাস বলেন, ১০৭ বছর ধরে প্রতি বছরের বৈশাখের পূর্নিমা তিথিতে এ মন্দিরে মায়ের অনুষ্ঠান করা হয়। বিভিন্ন এলাকা থেকে পূন্য লাভ ও মনবাসনা পূরণের আশায় এখানে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন। দুঃস্থ্ ও রোগাক্রান্ত মানুষ এখানে রোগ মুক্তির আশায় আসেন। মাকে খুশি করতে তারা বট বৃক্ষে সিদুর ও তেল ঢালেন। দেশ মাতৃকার মঙ্গলের জন্য আমরা মায়ের আরাধনা করে থাকি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here