বাগেরহাটে সড়কের নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা

0
255

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস। এ সময়ে অন্যান্নের মধ্যে উপস্থি থেকে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নার্গিস পারভীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সিফাত উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার আহবায়ক আলী আকবর টুটুল। সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ নিরাপদ সড়ক নিশ্চিতকরণ আমাদের দায়িত্ব” শিরোনামে ২০ হাজার লিফলেট বিতরণ করা হবে। শিক্ষার্থীদের হাতে এই লিফলেট পৌছে দেয়া হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা সচেতন হবে এবং তাদের অভিভাবকদের সচেতন করবে। এছাড়া জেলায় কর্মরত সকল চালক, চালকের সহকারীসহ গণ পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষন প্রদান করার সিদ্ধান্ত হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here