বাগেরহাটে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

0
462

হেদায়েত হোসাইন লিটন, বাগেরহাট প্রতিনিধি:
চাকুরী জাতীয়করণের দাবিতে বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি চলাকালে তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেণ। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিএইচসিপি এ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ জব্বার দর্জি, মিজানুর রহমান, এফ এম মান্নান, সাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আমরা ১৩ হাজার সিএইচসিপি দেশের প্রতন্ত অঞ্চলের দারিদ্র জনগোষ্ঠির দারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে অক্লান্ত পরিশ্রম করে আসছি। কিন্তু ঘোষনা থাকা স্বত্ত্বেও আমাদেরকে ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা করা হবে।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here