বাগেরহাটে সংখ্যালঘুর মানবাধিকার আইনগত ভিত্তি এবং করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0
298

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির আয়োজনে ‘সংখ্যালঘদের মানবাধিকার, আইনগত ভিত্তি এবং আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা শারির ও কেএনকেএস এর সহয়োগিতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দীন এবং প্রবীন সাংবাদিক এ বি এ মোশারফ হোসেন। সুনাম বাগেরহাট জেলা কমিটির সভাপতি মুখার্জী রবীন্দ্রনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দেব নাথের স ালনায় সভায় ধারণাপত্র পাঠ করেন সুনাম বাগেরহাট জেলা কমিটির সহ সভাপতি সালমা নাসরিন পলি। স্বাগত বক্তব্য রাখেন শারির প্রকল্প সমন্বয়কারী বিষ্ণুপদ দাস। কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড মালিক লাল মজুমদার, হিন্দু কমিউনিটি নেতা অ্যাড. মিলন কুমার ব্যানার্জী, অমিত রায়, গণসংস্কৃতি বিকাশ কেন্দ্রের সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংবাদিক আহসানুল করিম, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, সংরক্ষিতমহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক তুষার কান্তি দাস, আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাইদ ডাবলু প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষার জন্য যেমন রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তেমনি ব্যক্তিগত পর্যায়ে মানষিকতার পরিবর্তন আনা দরকার। সকল ধর্ম বর্ন নির্বিশেষে সংবিধানে সমান অধিকারের কথা বর্নিত আছে, এটি সকল মানুষের উপলব্ধি করা প্রয়োজন, একই সাথে এ বিষয়ে সচেতনতামূলক কর্মসুচি গ্রহণ করা দরকার।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here