বাগেরহাটে শষ্য কর্তন ও মাঠ দিবস পালিত

0
274

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে শষ্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার কোমরপুর গ্রামে এই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস। সবজি চাষি শীবপদ হুই এর বাড়ির আঙ্গিনায় মাঠ দিবসে স্থানীয় কৃষক প্রতিনিধি চন্দ্র শেখর দাসের সভাপতিত্বে বক্তব্য দেন, আইএফডিসির প্রতিনিধি মাহমুদা খান, উপসহকারী কৃষি কর্মকর্তা অসিত দেবনাথ, কৃষানী শান্তিলতা হুই, ইকবাল হোসেন প্রমুখ বাগেরহাট সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ালমেটের অর্থায়নে সবজি উৎপাদনশীল উন্নয়ন তরান্বিত করন প্রকল্পের আওতায় এই সরেজমিনে শষ্য শসা কর্তন করা হয়। বক্তারা বলেন, গুটি ইউরিয়া ব্যবহারের ফলে কোমরপুরের কৃষকরা এবার শসা চাষে বাম্পার ফলন হয়েছে। ভবিষাতে গুটি ইউরিয়া ব্যবহারের জন্য নারী কৃষকদের আরও আন্তরিক হতে হবে। তাহলে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here