বাগেরহাটে বিশ্ব পরিস্কার পরিচ্ছন্নতা দিবসে টিম ৬০ জির যাত্রা

0
196

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে বিশ্ব পরিস্কার পরিচ্ছন্নতা দিবসে বাগেরহাটে টিম ৬০ জি (ষাট গম্বুজ গ্রুপ) এর যাত্রা শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে টিম ৬০ জি-র উদ্যোগে খানজাহান আলী মাজার মোড় এলাকায় একটি র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে পথসভায় বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান , সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, টিম ৬০ জি-র আহবায়ক এসএম খালিদ উজ্জামান, সদস্য সচিব রাজু আহমেদ।
এর পরে বাগেরহাট জেলাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম ৬০ জি-র অগ্রযাত্রার উদ্বোধণ করেণ বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান। পরে তারা খানজাহান আলী মাজার মোড় ও ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন রাস্তাসহ বিভিন্ন জায়গা ঝাড়– দিয়ে পরিস্কার করেণ। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল অতিথিরা হাতে ঝাড়– নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেণ।
টিম ৬০ জি-র উদ্যোক্তা ও আহবায়ক এসএম খালিদ উজ্জামান জানান, বাগেরহাটকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সমগ্র জেলায় কাজ করব। আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেসব পাবলিক প্লেস অপিরস্কার থাকবে সেখানে পরিস্কার করবে। শহর পরিস্কার রাখতে সচেতনা সৃষ্টিতে ক্যাম্পেইনও করা হবে। সাথে সাথে এ সংগঠন বাগেরহাট জেলার পর্যটন সম্ভাবনাকে বৃদ্ধি, অসহায় দুস্থদের বস্ত্রবিতরণ ও রোগীদের রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কাজ করবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here