বাগেরহাটে বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় : সংসদ ভেঙ্গে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

0
273

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময়ে তিনি বলেন, আগামীতে নির্বাচন হবে তবে এই সরকারের অধীনে নয়। সংসদ ভেঙ্গে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কালীন সরকারের অধীন নির্বাচন দিতে হবে। অন্যথায় আন্দোলন, সংগ্রাম দল গঠন সবই এক সঙ্গে চলবে। এ সময়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহন করতে হবে। রক্ত দিব, রক্ত দিব বললে হবে না। রক্ত দেওয়া যে সময়ে প্রয়োজন সেই সময়ে না দিলে হবে না। আর সেই সময়টি এখনই এসে গেছে বলে তিনি উল্লেখ করেন।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, আয়েশা সিদ্দিকা মানি, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহেদ আলী রবি, সাংগঠনিক সম্পাদক মোজ্জাফর রহমান আলম, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম পাখি, আজিজুল ইসলাম দুলু প্রমুখ।
এ সময়ে স্থানীয় ও তৃণমূল বিএনপির পক্ষে বক্তৃতা করেন, শাহিদা আক্তার, শরিফুল কামাল কারিম, হাফিজুর রহমান তুহিন, হাফিজুর রহমান হাফিজ, আবুল কালাম আজাদ বুলু, মেহেবুবুল হক কিশোর, সরদার লিয়াকত আলী, সুজা উদ্দিন মোল্লা সুজন, আইয়ুব আলী মোল্লা বাবু, জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here