বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস পালিত

0
237

 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তমজন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, শিশু সমাবেশ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা  ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ৮টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিপাদ্য বিষয়ের ওপর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আফরোজা আক্তার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার এসময় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান শিক্ষক মমতাজ বেগম, হোসনেয়ারা হাসি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গনেশ পাল, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক, ইলিয়াস হোসেন দুলাল, পাপড়ি মিত্র, তরিকুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ডকুমেন্টারী প্রদর্শন, এতিমখানা, হাসপাতাল ও হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনগুলোও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here