বাগেরহাটে পিছিয়ে পড়া ৪০ নারী-পুরুষকে প্রশিক্ষণ

0
234

বাগেরহাট প্রতিনিধিঃ
জীবনমান উন্নয়নে বাগেরহাট জেলার তিনটি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ৪০জন নারী-পুরুষের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট শিশু পরিবারের অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।
বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ প্রমুখ। হেয়ার ড্রেসিং, বিউটি কেয়ার, বাঁশ ও বেত তৈরী, জুতা মেরামত ও প্রস্তুত, কামার, কুমার ও কাঁসা পিতল পেশায় নিয়োজিত জেলার মোড়েলগঞ্জ, শরণখোলা ও কচুয়া উপজেরার অনগ্রসর জনগোষ্ঠীর ৪০ জন নারী-পুরুষকে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পরে প্রশিক্ষণপ্রাপ্তদের আর্থিক ভাবে সহায়তা করা হবে। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here